Noun and it's classifications
Author: ABC classroom bd.
যে সকল word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অভস্থা ইত্যাদির নাম বোঝায় তাদেরকে noun বলে
Classification of Noun:
Noun কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়।
1) Concrete noun
2) Abstract noun
Abstract Noun (গুণবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, happiness, beauty, ইত্যাদি।
An abstract noun is usually the name of quality, action of state considered a part from the object to which it belongs.
Example: honesty is the best policy
Concrete noun (ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য):
যে সকল noun এর বাহ্যিক আকার বা অবস্থান আছে অর্থাৎ যাহা ধরা ছোয়া যায় তাদেরকে concrete noun বলে যেমনঃ book, pen.
A concrete noun is
the name of something which has bodily existence and can be perceived through
sense organs.
Concrete
noun আবার ৪ প্রকারঃ
1)
Proper noun
2)
Common noun
3)
Collective noun
4)
Material noun
Proper Noun (নাম বাচক বিশেষ্য):
যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে Proper Noun বলে।
A
proper noun is a particular name of a particular person, thing, place or even
distinct from each other.
Example: Dhaka is the capital of Bangladesh.
Common Noun (জাতিবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা একই শ্রেণীর কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে তাদের সাধারণ নাম বোঝায় তাকেই Common Noun বলে । যেমন, Student, Book, Dog, Flower etc.
A common noun is the name given in common to every
person or thing of the same class or kid.
Example: Dhaka is a big city
Material Noun (বস্তুবাচক বিশেষ্য):
যে Noun গণনা করা যায় না তবে ওজন দ্বারা পরিমাপ করা যায় এমন কিছুর নাম বোঝায় তাকেই Material Noun বলে। যেমন, Gold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air,
Milk etc.
Material Noun is the name of a material or substance which can’t be
counted but weighed.
Example: Water is called life.
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য):
Collective Noun দ্বারা সমজাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, etc.
Collective Noun is the name of a group or a collection of
similar person or things considered as one undivided whole
Example: Our class consists of forty students.
Noun of multitude:
যখন কোন collective noun সমষ্টিকে সমগ্রভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বুঝায়, তখন তাকে noun of multitude বলে। এর পরবর্তী verb এবং noun এর plural number হয়
The jury were divided in their
opinions.
Compound noun:
একাধিক noun মিলে একটি noun রূপে ব্যবহৃত হলে বা একটি noun এর কাজ করলে, তাকে compound বলে। যেমনঃ summer holiday, college library.
গণনার উপর ভিত্তি করে
noun 2 প্রকার
Countable
noun (গণনাবাচক বিশেষ্য): গণনা করা যায় এমন সব
noun কে
countable noun বলে। যেমন:
book, fair
Uncountable
noun (পরিমানবাচক বিশেষ্য): গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় এমন সব
noun কে
Uncountable noun বলে।যেমন water, milk
Countable Noun এর বৈশিষ্ট্য:
i.
এদের পূর্বে Article
বসে।
ii.
এদের সাথে s/es
যুক্ত
হয়।
iii.
এদেরকে singular
বা
plural দুটি
form ই
করা যায়।
iv.
a/an/the যেকোনো
possessive form ছাড়া এরা কাক্য গঠন করে না।
v.
এদের পূর্বে few/many/less বসে।
Uncountable noun এর বৈশিষ্ট্য:
i.
এদের পূর্বে Article
বসে
না, তবে নির্দিষ্ট করে বোঝাতে Article ব্যবহৃত হয়।
ii.
এদের সাথে s/es
যুক্ত
হয় না।
iii.
এদের শুধু singular
form হয়।
iv.
এদের পূর্বে little/much বসে।
0 Comments
thanks for visiting. please comment and subscribe